ম্যাট্রিমোনিয়াল সাইটে পাত্রী বাছতে গিয়ে যে ভুলগুলি সকলে করেন

১. প্রথমেই দেখা হয় সুন্দরী কি না: ছবিতে মুখ দেখেই কীভাবে বিচার করবেন, তাঁর অন্তরটি কেমন। নিশ্চয়ই তিনি ভাল, কিন্তু আপনার পরিবারের সঙ্গে তাঁর মানসিকতা খাপ খাবে কি না, সেটা বুঝবেন কীভাবে?

২. গায়ের রং: ফর্সা মেয়ের চাহিদা বেশি। কারণ? মানসিকতার ব্যাখ্যা দূরে থাক। যাঁরা ফর্সা মেয়ে খোঁজেন, তাঁদের চিন্তাভাবনার তল পাওয়া মুশকিল। ‘‘বাচ্চাগুলো ফর্সা হবে’’-গোত্রের মানসিকতা  লজ্জাজনক।

৩. শিক্ষা: কনভেন্ট বা ইংরেজি মিডিয়ামে শিক্ষিত পাত্রীর বাজার বেশ চড়া। কোন যুক্তিতে বাংলা মিডিয়ামে পড়া পাত্রী সংসার সামলাতে পারবেন না, তার উত্তর এঁদের কারও কাছে নেই।

৪. ব্রাহ্মণ, কায়স্থ: এই শতকেও জাত-পাতের ভিত্তিতে ভাল-খারাপের নির্ধারণ? ছিঃ!

৫. চাকরি এবং বেতন: পাত্রকে বিবাহযোগ্য মনে করেছেন বলেই না বিয়ে দেবেন। সে ক্ষেত্রে পাত্রীর চাকরি এবং বেতন কোন কাজে লাগবে?

মনে রাখুন, সুপাত্রী মানে আপনার সংসারের হাল ধরবেন যিনি। আপনার পরিবারের নবতম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সদস্যটি হতে চলেছেন তিনিই। যত্ন করে তাঁকে রাখুন, ভালবেসে বেছে নিন।