হোয়াটস অ্যাপে আসছে অবিশ্বাস্য নতুন ফিচার

অতি জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটস অ্যাপে আসতে চলেছে কিছু দুর্দান্ত নতুন ফিচার। হোয়াটস অ্যাপে সংযোজিত হচ্ছে ‘স্পিক’ বলে একটি নতুন অপশন। যেটির মাধ্যমে হোয়াটস অ্যাপ এবার থেকে আপনার মেসেজ আপনার জন্য পড়েও দেবে।

হোয়াটস অ্যাপের নতুন আপডেটে মিলবে এই সুযোগ। সেখানে প্রতিটি মেসেজে রিপ্লাই, ফরোয়ার্ড, কপি বা ডিলিট-এর মতো অপশনের সঙ্গেই থাকবে ‘স্পিক’ অপশনটি। অপশনটি সিলেক্ট করলেই হোয়াটস অ্যাপ গড়গড় করে পড়ে যাবে আপনার মেসেজটি। অনেকটা টেক্সট টু স্পিচ সফটওয়্যারের মতোই কাজ করবে এই অপশন। তবে ইংরেজি ছাড়া অন্য ভাষায় মেসেজ করলে এই অপশন কাজ করবে না বলেই মনে করা হচ্ছে।

আপাতত কেবল আই ফোনেই এই আপডেটটি পাওয়া যাবে। তবে শীঘ্রই অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা উপলব্ধ হতে চলেছে বলে জানিয়েছে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ।

এছাড়াও কোনও ছবির উপর লেখা, বা টেক্সটের পাশাপাশি স্টিকার পাঠানোর সুবিধাও এবার পাওয়া যাবে এই নতুন আপডেটে। মূলত স্ন্যাপচ্যাটের সঙ্গে পাল্লা দিতেই হোয়াটস অ্যাপের তরফে এই বিশেষ আপডেটের পরিকল্পনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।